কওমীর ছাত্ররা হোমিওপ্যাথি চিকিৎসা শিখতে পারবে

লক ডাউন এর মধ্যেও আজ  গিয়েছিলাম বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা বোর্ডে। বোর্ডের সম্মানিত রেজিস্টার জনাব ডা, জাহাঙ্গীর আলম সময় দিলেন, কথা বললেন খুবই আন্তরিকতার সাথে। বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের জন্য চিন্তা করছি জেনে খুশি হলেন।

ডা. জাহাঙ্গীর আলম বললেন, কওমি মাদ্রাসার দাওরা স্বীকৃতির পরপরই আমরা হোমিওপ্যাথি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কওমি ছাত্রদেরকে হোমিওপ্যাথি শিক্ষার সুযোগ দানের জন্য চেষ্টা করছি। দাওরা উত্তীর্ণদের সরাসরি ডিপ্লোমা কোর্স  ডি এইচ এম এস -এ ভর্তির জন্য সুপারিশ করেছি। এখন আপনাদের মধ্য থেকে যদি কেউ এপ্লাই করেন তাহলে দ্রুততম সময়ে তা বাস্তবায়িত হবে।

আমাদের সাথে ছিলেন লেখক গবেষক Syed Shamsul Huda এবং লেখক মাওলানা শাহ মুহাম্মদ খালিদ।

উনার সাথে কথা বলে বুঝলাম, হোমিওপ্যাথি কোর্স করতে হলে এস এস সি অথবা সমমান লাগবে। হোমিওপ্যাথি কোর্সের মেয়াদ চার বৎসর, ইন্টার্নি এক বৎসর।  যাদের এস এস সি  নাই তারা সরাসরি দুই বৎসর সময় লাগিয়ে এস এস সি পরিক্ষা দিতে পারবেন। 

যারা এস এস সি দিতে চান, যারা হোমিওপ্যাথি শিক্ষা বোর্ডের অধিনে ডি এইচ এম এস কোর্সে ভর্তি হতে চান জানাবেন।  সহযোগিতা করব ইনশাআল্লাহ।

আবারও বলছি, আল্লাহর দুনিয়া অনেক বড়। হতাশ হওয়ার কিছু নেই। চেষ্টা করেন ভাই।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কী দোষ ছিল?

দীনদ্বার গরীবের ঘরেও রয়েছে আপনার বোন/মেয়ের সুখ