২০০ টাকার চোর গাছে বাঁধি আর ২০০ কোটি টাকার চোরকে স্যার বলি
আমরা বাঙালিরা সত্যি অদ্ভুত এক জাতি। ক্ষুধার জ্বালায় কেউ ২০০ টাকা চুরি করলে তাকে আমরা গাছে বাঁধি। আর যারা ২ হাজার কোটি টাকা চুরি করে তাদের স্যার ডাকি। পৃথিবীতে এমন জাতি একটাই আছে। আমরাই সে গর্বিত জাতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন