লালবাগ জামিয়ায় কুখ্যাত ফয়জুল্লাহ হাসান কাণ্ড:

লালবাগ মাদরাসা থেকে এবার তারা অব্যাহতি দিল কারাবন্দি নেতা মাওলানা যুবায়ের ও মুফতি সাখাওয়াত হোসাইন রাযিকে!

লালবাগ মাদরাসায় পরিপূর্ণ দখলদারিত্ব কায়েমের জন্য দালাল চক্র আজ স্থায়ীভাবে অব্যাহতি দিল জামেয়ার মোট পাচজন শিক্ষককে। তাদের মধ্যে আছেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা যুবায়ের এবং মুফতি সাখাওয়াত হোসাইন রাযি। যারা উভয়েই আড়াই মাস ধরে কারাবন্দী।

এর আগে তারা জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন সাহেবকে অস্থায়ীভাবে অব্যাহতি দিলেও আজ তারা স্থায়ীভাবে সকলকে অব্যাহতি দেয়। অব্যাহতি প্রাপ্ত অন্যান্য দুইজন হলেন মাওলানা নাসির সাহেব ও মাওলানা সাইফুল্লাহ হাবিবী সাহেব।

© উসামা মুহাম্মদ সুত্রে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কী দোষ ছিল?

দীনদ্বার গরীবের ঘরেও রয়েছে আপনার বোন/মেয়ের সুখ